মোঃ আলী আক্কাস তালুকদার
(অবঃ) সেনাকর্মকর্তা
এত লালসা,এত হতাশা, কত নেশা তোমার মনে
সব কিছু পাবার আশায় কিনা কর তবে?
যান কি কখন হবে যে মরন!
সঙ্গী হবে কি করেছো এমন?
পড়না নামাজ করনা নেক
ধরনা সরল পথ হয়েছ অসৎ,
মানব হয়ে করেছ ঘিবত!
কর্মে নেই কোন মানবতা।
তোমার জন্মতে নেই কোন সফলতা
তুমি সুইবে যখন কবরে হিসাব নিবে কড়ে কড়ে,
কি করবে তখন কবরে?
জবাব দিবে কি ভাবে?
এতো কূ-নেশা ভুলে থাকবে কি করে?
তোমার বিভর্ষৎ চিৎকার শুনে থরথর করে-
সমস্ত কবর কম্পিত হবে, কেহ যাবে কি দেখিতে?
হয়তবা আরও দুরে পালাবে চিৎকারের ভয়ে!
তুমি ইহ্ ক্ষনে কূ- নেশা বর্জন করে পবিত্র হও।
দ্বীনের নীতি হৃদয়ে গাথাও- সমাজ কে নীতিতে সাজাও।
অসহায়ের পাশে দাড়াও, নিজকে শোধরিয়ে নাও,
হে মানব তবেই তুমি কবরে যাও।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি