এম আর মাইনউদ্দীন, নরসিংদী, কালের খবর :
নরসিংদী প্রেসক্লাবের সামনে ১৯ই জানুয়ারী সকাল ১১ঘটিকায় জেলা বাউল শিল্পী পরিষদ কতৃক -বাউল শিল্পী শরীয়ত সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে "নরসিংদী জেলার সকল বাউল শিল্পী গোষ্ঠী ও তরিকত পন্থীদের নিয়ে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্তি মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বাউল শিল্পী পরিষদের সভাপতি, মোঃ কামাল মোল্লা(কাউন্সিল), বাউল শিল্পী -হাকিম দেওয়ান, সাগর দেওয়ান,কবির সরকার, পাগল জয়নাল, ইসমাইল সরকার ও রহিম সরকার।
বাউল শিল্পী পরিষদের সভাপতি, মোঃ কামাল মোল্লা(কাউন্সিল) তার বক্তব্যে বলেন, আমরা নরসিংদী জেলা বাউল শিল্পী পরিষদ - শরীয়ত সরকারের নিঃশর্ত মুক্তি চাই এবং এই ব্যাপারে আমরা সকল বাউল শিল্পীরা ডিসি মহোদয় এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করি।
পরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষ করে বাউল শিল্পী শরীয়ত সরকারের মুক্তির দাবীতে নরসিংদী জেলা প্রশাসক এর বরাবর স্মারক লিপি প্রদান করেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি