বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কালের খবর :
বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন টাচ’ এ ব্যতিক্রমী উদ্যোগে ১৩ জানুয়ারী ২০২০ এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পঁচাত্তর(৭৫) একর জুড়ে নানা প্রজাতির ৩০ হাজার বৃক্ষসমাজে পাখিদের জন্য গাছে গাছে প্রায় ৫০টি মাটি কলস টাঙ্গিয়ে কৃত্রিমভাবে বাসা বানিয়েছেন এ সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির পাশে, ক্যাফেটেরিয়ার সামনে, মসজিদের পশ্চিমাংশ, ভিসি রোড, বকুলতলা রোডসহ পুরো ক্যাম্পাসজুড়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে এসব গাছ ও কৃত্রিম পাখিরবাসা।
সকাল, সন্ধ্যায় বিভিন্ন প্রজাতির পাখির কলরবে মুখরিত হয়ে উঠে এই ক্যাম্পাস। এসব পাখি রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন টাচ’।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ও প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান, গ্রীণ টাচের সভাপতি অভিজিত দত্ত, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, গ্রীণ টাচের এক্সিকিউটিভ বোর্ডের হেড নাঈমুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি