এম আর মাইনউদ্দীন, মাধবদী, নরসিংদী, কালের খবর : জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের কঠোর নির্দেশনায় নরসিংদী জেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়ন বালাপুরে অবৈধ ভাবে স্থাপিত STC ইটভাটায় ১২ই জানুয়ারী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর নরসিংদী।
এ সময় STC ইটভাটার পরিবেশ ছাড়পত্র না থাকায়, পরিবেশের জন্যে ক্ষতিকর উপায়ে -" বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশে ইটভাটা স্থাপন, পরিবেশ দূষণ এবং কৃষি জমি ব্যবহার করায় STC ইটভাটা টি কে সম্পূর্ণ ভাবে গুরিয়ে দেওয়া হয়।পরে ইট প্রস্তুত ও ইটভাটা নিয়ন্ত্রণ (স্থাপন) আইন ২০১৩ অনুযায়ী ৪০,০০০/-(চল্লিশ হাজার)টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি