নরসিংদী থেকে ইকবাল হোসেন, কালের খবর :
নরসিংদী সদরের দূগম চরাঞ্চলের আলোকবালী, নজরপুর ও করিমপুর ইউনিয়নে গত ৬ জানুয়ারী এন এ টি পি - ২ এর আর্থিক সহায়তায় গাভী পালন শীর্ষক যথার্থ প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । নরসিংদী সদর উপজেলায় দুধের ব্যাপক চাহিদা থাকায় দূর্গম চরাঞ্চল সমূহ বিশেষ করে আলোকবালী, নজরপুর ও করিমপুর ইউনিয়নে গাভীপালন শিল্প জনপ্রিয় হয়ে উঠেছে । ফলে নরসিংদী সদর উপজেলার খামারীদের মাঝে উন্নত জাতের অধিক উৎপাদনশীল গাভী পালনের প্রবণতা বাড়ছে । গত ৬/১/২০২০ ইং তারিখে এন এ টি পি - ২ এর আর্থিক সহায়তায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উন্নত জাতের গাভী পালনে ৬০ জন খামারী যথার্থ প্রশিক্ষণ নেয় । উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, নরসিংদী সদরের তত্ত্বাবধানে এন এ টি পি - ২ এর মাধ্যমে গাভীপালন বিষয়ক সেবা উপজেলা অফিস হতে সরাসরি প্রতিটি ইউনিয়ন পর্যন্ত পৌছে দেয়া হচ্ছে । খামারীদের চাহিদামত বিভিন্ন প্রকল্প বাছাই করে প্রতিটি ইউনিয়নে সি আই জি সমিতি গঠন করা হয়েছে । সমিতির সদস্যরা নিজেদের টাকা সঞ্চয় করে প্রায় এক হাজার দুইশতটি গাভীপালন করছে । এন এ টি পি - ২ এর কার্যক্রম চলমান থাকায় খামারীরা লাভবান হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান । উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ কামরুল ইসলাম জানান, গঠিত সি আইজি সমিতির সদস্যদের নিয়ে নিয়মিত উঠান বৈঠক করা হয় । এন এ টি পি - ২ এর অর্থায়নে বিনামূল্যে চিকিৎসা সেবা, কৃমিনাশক বিতরণ, টাকা প্রদান ক্যাম্পেইন, দুইশত করে পাকচং ঘাসের কাটিং বিতরণ, বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য প্রদান, গাভীপালনের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, প্রশিক্ষণ ভাতা ও খরচ যোগাতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে । উক্ত প্রশিক্ষণ প্রদানকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, জেলা ভেটেরিনারি সার্জন ডাঃ বলরাম কুমার রায় , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ কামরুল ইসলাম, এন এ টি পি এর প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তাহমিনা খানম ও এল ডি ডি পি এর প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোসাঃ তাহমিনা খান ও হাবীবা আক্তার সহ অন্যান্য কর্মচারীগনও উপস্থিত ছিলেন ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি