কালের খবর নিউজ:
দক্ষিণ আফ্রিকায় ফ্রি স্টেট প্রদেশের ক্রুনস্টাড শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেন রেললাইনে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দিয়েছে। এতে আগুন ধরে ১৮ জন নিহত হয়েছেন।এবং আহত হয়েছেন ২৬৮ জন ।
পোর্ট এলিজাবেথ থেকে জোহান্সবার্গে যাওয়ার পথে ভয়াবহ এ দুর্ঘটনার পর ট্রেনটিতে আগুন ধরে যায়। কর্মকর্তারা মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।লেভেল ক্রসিংয়ে লরিটি ট্রেনের আগেই চলে যাওয়ার চেষ্টা করে। তবে ট্রেনটি লরিটিকে ধাক্কা দিলে তা পরবর্তীতে প্রাইভেট কারটির ওপর গিয়ে পড়ে।
ভিডিও ফুটেজে ট্রেনটির একটি বগিতে আগুন জ্বলতে দেখা গেছে। লরিচালক পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি