স্টাফ রিপোর্টার, কালের খবর :
টয়া এবার ‘প্রভাতী এক্সপ্রেস’ নামে একটি নাটকে চা বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন হাসিব খান। টঙ্গী রেলস্টেশনে এর শুটিং হয়। টয়া বলেন, এটি ভিন্নরকম অভিজ্ঞতা। শুটিং করতে গিয়ে চা বানানোতে পারদর্শী হয়ে গেছি। আমার বিশ্বাস নাটকটি সবার ভালো লাগবে। এ নাটকে টয়ার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ। আগামী ডিসেম্বরে আরটিভিতে এটি প্রচার হবে বলে জানা গেছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি