নবীনগর প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে গতকাল শুক্রবার সকালে (২২/১১/১৯) নবীনগর প্রেসক্লাবের ৩৩তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়। প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে নবীনগর শহরের গুরুত্বপূর্ণ সড়কে র্যালী শেষে প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালিন সভাপতি আবু কামাল খন্দকার, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূইঁয়া মিনাজ, ডা. আজিজুল ইসলাম বাচ্চু, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, গৌরাঙ্গ দেবনাথ অপু, জালাল উদ্দিন মনির, প্রভাষক দেলোয়ার হোসেন, সাইদুল আলম সোরাফ, তাজুল ইসলাম চৌধুরী, আব্দুল হাদী, মিঠু সূত্রধর পলাশ প্রমুখ। এছাড়া নবীনগরের সকল প্রেস ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যে সকল সাংবাদিকগণ মৃত্যুবরণ করেছেন তাদের জন্য এক মিনিট নিরবতা পালন সহ কুরান তেলায়াত, গীতা পাঠ ও দোয়ার অনুষ্ঠিত হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি