চরফ্যাশন ভোলা থেকে তৈয়্যবুর রহমান তুহিন, কালের খবর : ভোলার লালমোহন উপজেলাধীন, ডাওরী বাজারে শত শত মানুষ ও দুটি শিশু সন্তানের সামনে উলঙ্গ করে এভাবেই নির্যাতন করে মোটরশ্রমিক জসিমকে। যা সামাজিক যোগাযোগে ভাইরাল হয়, তথ্যসূত্রে জানা যায়, উপজেলার ২নং কালমা ইউনিয়নের, ২নং ওয়ার্ডের মিস্ত্রী বাড়ির আবু ড্রাইভারের ছেলে, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী অস্র ও ডাকাতি মামলার আসামি হাসান, একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা শাহার আলী বাড়ির মৃত আব্দুল মোন্নাফের ছেলে, মোটরশ্রমিক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল। উক্ত প্রস্তাবে রাজি না হলে ডাওরী বাজারে জসিমকে জনস্মুখে উলঙ্গ করে, তার দুটি শিশু সন্তানের সামনে বিএনপি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত পা বেধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করে। এ ঘটনায় সর্বত্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। এ বিষয়ে লালমোহন থানা পুলিশ হাসানকে গ্রেফতার করে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি