কালের খবর নিউজ:
স্কুল-কলেজের ক্লাসরুমে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করেছে সরকার। এমনকি শিক্ষকরা পর্যন্ত মোবাইল ফোন নিয়ে ক্লাসরুমে ঢুকতে পারবেন না।শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে এমন নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক অফিস আদেশে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষক-শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন বা শ্রেণিকক্ষে মোবাইল ফোনে কথা বলছেন।শ্রেণিকক্ষে কার্যকরী পাঠদান ও শিখন-শেখানো কার্যক্রম ‘শিক্ষার্থীবান্ধব ও গতিশীল করতে’ মোবাইল ফোনে এই নিষেধাজ্ঞা বলে জানানো হয়।নির্দেশনা মেনে শিক্ষকরা তাদের মোবাইল শিক্ষক লাউঞ্জে রেখে শ্রেণিকক্ষে রেখে যেতে হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি