কালের খবর নিউজ:
মিয়ানমারের মুসলিম সম্প্রদায় রোহিঙ্গাদের জন্য ১.৫ মিলিয়ন মার্কিন ডলার সহয়তা প্রদান করবে কুয়েত। এক বিবৃতিতে মিনিস্টার অফ ইসলামিক অ্যাফের্য়াস এন্ড মিনিস্টার অফ স্টেট ফর মিউনিসিপাল অ্যাফের্য়াস মোহাম্মদ আল জাবরি এই ঘোষণা দেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে মিয়ানমারের মুসলমানদের কাছে এই সহয়তা পাঠানো হবে। এতে থাকবে খাবার, কাপড় এবং তাঁবু।
রিপোর্টে প্রায় ২,৭০,০০০ মুসলিম রোহিঙ্গা সহিংসতায় ভুগে মিয়ানমার ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে অবস্থান করছে বলেও উল্লেখ করা হয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি