এম এম সাহরিয়া, শারজাহ, আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিনা ছুটিতে টানা ৪৩ বছর দায়িত্ব পালন করে দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আল তুনাজি নামে এ কর্মকর্তাকে তার এ ব্যতিক্রমী পারফরম্যান্স এবং নিখুঁত উপস্থিতির রেকর্ডের জন্য প্রশংসামূলক ক্রেস্ট দেন রাস আল খাইমাহ’র পুলিশের জেনারেল কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহ বিন আলওয়ান আল নুয়িমি।
মেজর জেনারেল আল নুয়িমি বলেন, ‘নিবেদিতপ্রাণ কর্মী আল তুনাজি বিনা ছুটিতে টানা ৪৩ বছর অতিবাহিত করেছেন। তিনি তার পেশাদারিত্ব এবং সময়ানুসারীদের ক্ষেত্রে সর্বদা একজন রোল মডেল হিসেবে থাকবেন।’
তিনি আরো বলেন, ‘তার দায়বদ্ধতা এবং উৎসর্গতা সমগ্র পৃথিবীর পুলিশ প্রশাসনের জন্য অনন্য দৃষ্টান্ত।’
ক্রেস্ট পাওয়ার পর আল তুনাজি বলেন, ‘আমার প্রশাসনের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। সর্বোপরি আমি যে নিজের দেশকে সেবা করে যেতে পেরেছি এই ৪৩ বছর সেটাই আমার বড় প্রাপ্য। আমি আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞ।’
উল্লেখ্য, পৃথিবীর দায়িত্বশীল এবং সৎ পুলিশ প্রশাসনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ প্রশাসন অন্যতম। সংযুক্ত আরব আমিরাতের শতকরা নিরানব্বই ভাগ সাধারণ মানুষ পুলিশের উপর পরিপূর্ণ আস্থা রাখে, যা উন্নয়শীল দেশগুলোতে বিরল।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি