দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা প্রতিনিধি, কালের খবর : বিএসটিআই অনুমোদনবিহীন নিম্ন মানের পানি উৎপাদনকারী ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা করে বন্ধ করে দিয়েছে মোবাইল কোট। গতকাল বৃহস্পতিবার উপজেলা ইছাপুর অবস্থিত আকাশ ড্রিংকিং ওয়াটারকে ৮০ হাজার টাকা এবং রায়পুর পিওর ড্রিংকিং ওয়াটারকে আশি হাজার করে মোট এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া রায়পুর বিএসটিআই অনুমোদন বিহীন পন্য বিক্রির দায়ে একজনকে ৫ হাজার টাকা এবং ইলিয়গঞ্জ বিষফুরক লাইসেন্স না থাকায় গ্যাস সিলিন্ডার দোকান হারুন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোট পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ। এ সময় কুমিল্লা বিএসটিআই ফিল্ড অফিসার জিসান আহমেদ তালুকদার ও আইশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি