কালের খবর নিউজ:
শনিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪নং ওয়ার্ড এলাকায় পাহাড় কাটতে গিয়ে চাপা পড়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন, দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. সাকিব (১০), শ্রমিক আমির আলী (৩৭) ও মো. দিদার (৩৮)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন জানান, শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪নং ওয়ার্ড এলাকায় আমির আলী ও দিদার পাহাড় কাটতে যায়। এ সময় ওপর থেকে পাহাড়ের একটা অংশ ধসে নিচে পড়ে যায়। এতে আমির, দিদার ও পাশে থাকা শিশু সাকিব চাপা পড়ে। এতেই তাদের মৃত্যু হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি