কালের খবর নিউজ:
বাড়ির ছাদের ওপর নয়, এবার চার দেয়ালের ভেতর থার্টি ফাস্টের অনুষ্ঠান উদযাপন করতে হবে বলে জানান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি জানান, বাসার ছাদেও থার্টি ফার্স্ট উদযাপনে কোনো ধরনের আয়োজন করা যাবে না।শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের ডিস্পোজাল ইউনিট ও সোয়াট টিমের সদস্যদের মোতায়েন করা হবে।থার্টি ফার্স্ট উদযাপনে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। অনুমতি সাপেক্ষে চার দেয়ালের মধ্যে অনুষ্ঠান করা যাবে।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত আটটার পর বহিরাগত ব্যক্তিরা প্রবেশ করতে পারবে না।থার্টি ফার্স্ট উদযাপন নিরাপদ করতে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি