কালের খবর নিউজ:
শুক্রবার বিকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পৌরশহরে মসুদ আলী ট্রেড সেন্টারের দক্ষিণ পাশের জমির উদ্দিনের তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। এতে তুলা ও একটি মেশিন পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, শুক্রবার বিকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পৌরশহরে মসুদ আলী ট্রেড সেন্টারের দক্ষিণ পাশের জমির উদ্দিনের টিনশেডের তুলার গুদামের ভেতরে আগুন লাগে।পরে এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে এর আগেই গুদামের সকল মালামাল পুড়ে যায়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি