কালের খবর নিউজ:
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার করারচর এলাকায় বাস ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ জাহিদ (১০) ও ইয়াসিন আরাফাত (২৪) দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
ইটাখোলা হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে নরসিংদীর শিবপুর উপজেলার করারচর এলাকায় ভৈরব থেকে ছেড়ে আসা যাত্রবাহী একটি বাস ও ভেলানগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় আদুরী গার্মেন্টসের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের গাড়িসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন দেন।
খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।পরে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি