কালের খবর নিউজ:
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে ৩৫ হাজার পিস ইয়াবাসহ রশিদ আলম (৩০) নামের এক যুবককে আটক করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখা।
আটক রশিদ আলম মিয়ানমারের মংডু শহরের দংখালী গ্রামের বশির আহমদের ছেলে।
চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. জিললুর রহমান জানান, ‘মঙ্গলবার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার সঙ্গে থাকা একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে ৩৫ হাজার ইয়াবাসহ রশিদকে আটক করা হয়।তাকে টেকনাফ থানার পুলিশে সোপর্দ করা হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।’
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি