তাড়াইল থেকে ওয়াসিম সোহাগ কালের খবরঃ কিশোরগঞ্জের তাড়াইলে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
জানা যায়, আজ ২০ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ৪ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলার সাচাইল গ্রামের শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে জগন্নাথ সুভদ্রা বলরামদেব সহকারে একটি সুসজ্জিত রথ নারী-পুরুষ একত্রিত হয়ে তাড়াইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে তাড়াইল কেন্দ্রীয় শ্রী শ্রী কালীমন্দীরে জড়ো হয়ে হরিনাম কীর্তন করেন। পরে বিশাল রথযাত্রা নিয়ে কালনার আখড়ার মন্দিরে এসে আজকের মত যবনিকা করে। সপ্তাহ পরে উল্টো রথযাত্রার মাধ্যমে এ যাত্রার আনুষ্টানিকতা সম্পন্ন হবে। রথযাত্রায় তাড়াইল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান সার্বক্ষনিক বিশেষ দায়িত্বে ছিলেন। এ রথযাত্রায় অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলার পূঁজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রবীন্দ্র সরকার, তাড়াইল মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক মুকুট দাস মধু, রথযাত্রার সভাপতি সাগর চন্দ্র দে ও রথযাত্রার সাধারন সম্পাদক নয়ন চন্দ্র সরকার,কোষাধ্যক্ষ রাজিব তালুকদার সহ হিন্দু ধর্মালম্বীর অনেক সুধীজন ও গুনগ্রাহী উপস্থিত ছিলেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি