কালের খবর ডেস্ক :
সময়ের অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাফা কবির অভিনীত ও অনম বিশ্বাস পরিচালিত ওয়েব সিরিজ ”গণ কেইস” আজ মুক্ত হবে গ্রামীনফোনের ওয়েব প্লাটফর্ম বায়োস্কোপে। এই ওয়েব সিরিজে সাফা কবির জুটি বেঁধে অভিনয় করেছেন ”স্বপ্নজাল”খ্যাত অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে।
জানা গেছে,”গন কেইস” সাত পর্বের একটি ওয়েব সিরিজ। এর প্রতি পর্বের দৈর্ঘ্য ২০ মিনিটের মতো। এর গল্প গড়ে উঠেছে একটি মেয়ে ও একটি ছেলের ব্রেকআপ, ব্ল্যাকমেইল ও প্রতিশোধ নিয়ে।
ওয়েব সিরিজটিতে ইয়াশ-সাফা ছাড়াও আরও অভিনয় করেছেন নূরে আলম নয়ন, ইকবাল, আদনান অদীব খান, সাইফ ইমাম, ওহি, কৃতিকা, তাপু, অন্ত আজাদ ও বাবলু। ওয়েব সিরিজটির গল্প লিখেছেন অনম বিশ্বাস, কায়েনাত আহমেদ ও আদনান আদীব খান। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস, মুহম্মদ আবু রাজীন, আদনান আদীব খান এবং এম আর মুকুট।
ওয়েব সিরিজটিতে কয়েকটি গানও শুনতে পাবেন দর্শক। গানের কথা লিখেছেন অনম বিশ্বাস নিজেই। কন্ঠ দিয়েছেন সামি, নাজিম রাইহান ফিরোজ, আলিম।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি