তাড়াইল থেকে ওয়াসিম সোহাগ, কালের খবর :
তাড়াইলে গাজীউর রহমান (৩৬)নামে ইয়াবা সরবরাহকারীকে ৩০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।
জানা গেছে, আজ রবিবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনেটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল থানার এস আই রাজিব আহম্মেদ রিপন তাড়াইল থানার সঙ্গীয় ফোর্স নিয়ে তাড়াইল উপজেলাধীন দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের বরুহার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে জাওয়ার ইউনিয়ের ইছাপশর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে হাফেজ মো.গাজিউর রহমানকে ৩০ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতার কৃত হাফেজ গাজিউর রহমান তার স্বীকারউক্তিতে জানান , পুলিশ দেখে একজন লোক আমার কাছে একটা পুটলা দিয়ে বললেন ভাই এটা রাখেন একটু পরে নিয়ে যাব। কিন্তু আমি উনাকে চিনিনা।
এ ব্যাপারে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান বলেন,হাফেজ মো.গাজিউর রহমান নামে ৩০ পিছ ইয়াবাসহ ইয়াবা সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত ওই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আগামীকাল সোমবার সকালে কিশোরগঞ্জ কোর্ট হাজতে আসামীকে প্রেরণ করা হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি