কালের খবর নিউজ:
স্থানীয় সময় শুক্রবার সৌদি আরবের জেদ্দার বালাদ শহরে দুই বাংলাদেশি আত্মহত্যা করেছেন। প্রবাসী ব্যবসায়ী মো. হেলাল উদ্দীন (৩৫) গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন।হেলাল উদ্দীনের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার লোহাগড়ার হাতিয়ারপুলের কেরানি পাড়ায়।
অন্যদিকে স্থানীয় সময় শনিবার একটি পরিত্যক্ত বাড়ির ফ্যানের হুক থেকে গলায় দড়ি ঝুলিয়ে ইকবাল হোসেন (৪৩) আত্মহত্যা করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।অস্বাভাবিক মানসিক চাপ এবং কর্মহীন দিন পার করতে করতে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি