নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী ভাংগন শিকার উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি, ধরাভাঙা, নুরজাহানপুর, সোনা বালুয়াসহ এলাকার বেশ কয়েকটি গ্রামকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ডের অস্থায়ী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উক্ত গ্রামগুলোর মেঘনা নদীর বাম তীরের ৯০ মিটার স্থান জিও ব্যাক দ্বারা অস্থায়ী তীর প্রতিরক্ষা মুলক কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল। তিনি বলেন,এই মেঘনার রাহুগ্রাসে এলাকার অনেক গ্রাম তলিয়ে গেছে,যে কয়েকটি গ্রাম এই রাহুগ্রাসের শিকারে আছে সেই গ্রামগুলিকে আপাতত রক্ষাকল্পে এই বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এর স্থায়ী বাঁধ নির্মান প্রকল্পটি সামনের একনেক বৈঠকে অনুমাদন হবে। আশা করছি মাস তিন একের মধ্যে আমরা স্থায়ী প্রকল্পের কাজ শুরু করতে পারবো। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী জহিরুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মনির হোসেন, সাবেক আমলা মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক ,আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, নজরুল ইসলাম নজু, মোক্তার হোসেন,লাল মিয়া প্রমূখ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি