কালের খবর, নীলফামারী :: নীলফামারীর কিশোরগঞ্জে ৪ সন্তানের জনকের হাত ধরে স্বামীর বাড়ী থেকে পালিয়ে গিয়েছেন ৪ সন্তানের জননী।
শনিবার উপজেলার সিটরাজীব মাঠের বাজার নামক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনা প্রকাশ পেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রনচন্ডি ডাংগাপাড়া গ্রামের ফজলার রহমানের ছেলে ফাগুন কৃষি শ্রমিক হিসেবে নিয়মিত কাজ করতেন ফেরদৌস আলমের বাড়ীতে। এসময়েই ফেরদৌস আলমের স্ত্রী শাহিনার সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। ধীরে ধীরে এ সম্পর্ক গভীর হতে থাকে। শনিবার রাতে তারা অজানার উদ্দেশ্য পাড়ি জমায়।
শাহিনার স্বামী ফেরদৌস আলম বলেন, আমার স্ত্রীকে ফাগুন ফুসলিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলা করব বলে জানান তিনি।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি