টাঙ্গাইল প্রতিনিধি, কালের খবর : টাঙ্গাইল লেডিস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ হয়েছে।
রবিবার দুপুরে আবহাওয়া অফিসের সামনে লেডিস ক্লাবে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করে টাঙ্গাইল লেডিস ক্লাবের সকল সদস্য বৃন্দ।
ঈদ সামগ্রী বিতর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা লেডিস ক্লাবের সভাপতি সুবর্না ইসলাম, সাধারন সম্পাদক তানজিরা জুহি, যুগ্ম সাধারন সম্পাদক শামছুন্নাহার বিউটি, নদী রহমান, কোষাদক্ষ তাসলিমা খন্দকার তন্দ্রা , কার্যকরি সদস্য রিতা, রোকসনা, শিমুল, আফরোজা, রাজিয়া, নিশা, চমন, শিমু, লিমুসহ টাঙ্গাইল লেডিস ক্লাবের অন্যান্যে সদস্য বৃন্দ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি