কিশোরগন্জ থেকে ওয়াসিম সোহাগ:
কিশোরগন্জের তাড়াইল উপজেলায় ৬০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ ।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রীজের উপর থেকে আবু কালাম (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে ৬০ পিচ ইয়াবা এবং একটি ১০০সিসি বাজাজ ডিসকভার মোটর সাইকেলসহ গ্রেফতার করে তাড়াইল থানা পুলিশ।
শুক্রবার (২৪) মে বিকাল ৩ টায় কিশোরগঞ্জ কোর্ট হাজতে আসামীকে প্রেরণ করা হয়।
এর আগে তাড়াইল থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য আইনের ৩৬(১) টেবিল১০(ক) ধারায় ধৃত আবু কালামের বিরুদ্ধে একটি মামলা রজু করা হয়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাররং গ্রামের মো.আরজু মিয়ার ছেলে আবু কালাম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল।সে এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনোয়ার হোসেনসহ অভিযান চালিয়ে রাউতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রীজের উপর থেকে আবু কালামকে গ্রেফতার করে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি