কালের খবর নিউজ:
আধুনিক বাংলা গানের ইতিহাসে সঞ্জীব চৌধুরী এক উজ্জ্বল নক্ষত্র।১৯৬৪ সালে সিলেটের হবিগঞ্জে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। শৈশব হবিগঞ্জে কাটলেও কৈশোরে চলে আসেন ঢাকায়। ছাত্রাবস্থায় তুখোড় মেধাবী ছিলেন সঞ্জীব।একসময় কবিতা লিখতেন। কবিতায় সুর বসিয়ে গান রচনা করতেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে গান-বাজনার সাথে জড়িয়ে পড়েন। গানের টানে ১৯৯৫ সালে ‘দলছুট’ নামে একটি গানের দল গঠন করেন। পরবর্তীতে দলছুটের মাধ্যমেই দেশব্যপি ছড়িয়ে পড়ে সঞ্জীব চৌধুরীর নাম। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- আমি তোমাকেই বলে দেব, চোখ, সানগ্লাস, গাছ, চল বুবাইজান। কর্মজীবনে তিনি আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনের মত দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে কাজ করেছেন। ২০০৭ সালের ১৮ নভেম্বর পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে যান সঞ্জীব চৌধুরী।২৫ ডিসেম্বর সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে টিএসসি’র ‘সঞ্জীব চত্বরে’ সঞ্জীব উৎসবের আয়োজন করা হয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি