কালের খবর নিউজ:
এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান এবং পাঁচশো উইকেটের বিরল এক রেকর্ড এখন সাকিবের সামনে। এই মাইলফলকে সাকিবের সামনে আছেন শুধু মাত্র দুজন ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস এবং পাকিস্তানের শহীদ আফ্রিদিই কেবল অনন্য এই রেকর্ড স্পর্শ করেছেন। বর্তমানে সাকিবের রান সংখ্যা ৯৮৯৭ আর উইকেট সংখ্যা ৪৮৭। কালিস আফ্রিদির পাশে নাম লেখাতে তাঁর আর দরকার মাত্র ১০৩ রান ও ১৩ উইকেট।আগামী বছরের শুরুতে বাংলাদেশ দল একটি ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে।এই রেকর্ড করতে কালিসকে খেলতে হয়েছে ৪৫০টি ম্যাচ আর আফ্রিদি খেলেছেন ৪৭৭টি। সেখানে সাকিব এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৩০২টি ম্যাচ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি