মোঃ মোছন আলী (বিশ্বনাথ) প্রতিনিধি :
সিলেট বিভাগের আবহমান বাংলার প্রাচীনতম চলমান রেওয়াজ মেয়ের বাড়ি ইফতারি পাঠানো। এটি সিলেটের সংস্কৃতির অবিচ্ছেদ অংশ হিসাবে অপসংস্কৃতির প্রচলন। দেশের অন্য বিভাগে নেই বলে জানাগেছে। সিলেটে মেয়ের বাড়ি ইফতারি আমকাঠালী পাঠানো সমাজে এমনভাবে আকৃষ্ট আছে যা কর্তব্য হয়ে দাড়াইছে। নতুন মেয়ে বিয়ে দিলে কনের বাবা রমজানের প্রথম রোজায় ইফতারি -আমকাঠালী আবার রোজার শেষের দিকে ইফতারি -আমকাঠালী ঈদের পোশাক যা প্রচলিত রেওয়াজের গুরুত্বপূন্য অংশ। যদি কোন বাবা ইফতারি না দিতে পারে মেয়ের মানসম্মান কিছু থাকেনা। এই রেওয়াজে মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের জীবনে দেখা দিয়েছে চরম দূভোর্গ।
অনেক মা- বাবা মেয়ের বাড়ি ইফতারি দিতে কর্য ও দাদনের আশ্রয় নিতে হয়। ইফতারি না দিলে মেয়ের মানসম্মান থাকবে না। যে যত বেশি দেয় সে তথ বেশি অভিজাত বিবেচিত হবে।
কেবল তাই নয় এই রেওয়াজের কারনে অসংখ্য মেয়ের পারিবারিক জীবনে কলহ সৃষ্টি হয়ছে,সংসারে দেখা দিচ্ছে বাকবিতণ্ডা। এই সমস্ত রেওয়াজ নামক অপসংস্কৃতি বাহির হতে হবে।এজন্য বর বা তার আত্বীয় স্বজন ইফতারি নামক কু সংস্কার রেওয়াজ বিলুপ্ত করে শুভবুদ্ধির উদ হওয়া আব্যশখ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি