শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, কালের খবর :
সংরক্ষিত নারী ইউপি সদস্যকে দুশ্চরিত্রা বলায় পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. সালাম সিকদারের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। নারী সদস্যকে দুশ্চরিত্রা বলায় গত ৮ এপ্রিল চেয়ারম্যানের বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ লক্ষ টাকার মানহানির মামলা দায়ের করেন নারী সদস্য।
আজ রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমান বিচার বিভাগীয় তদন্ত শেষে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে সমন জারির এ আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল রাতে স্থানীয় প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেন ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদার। সেখানে নারী ইউপি সদস্য সাহানারাকে ’দুশ্চরিত্রা’ বলে মানহানিকর তথ্য সংবলিত লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। মহিলা ইউপি সদস্যকে ’দুশ্চরিত্রা’ বলার কোনো তথ্য প্রমাণ আছে- সাংবাদিকদের এমন প্রশ্নোত্তরে ইউপি চেয়ারম্যান মহিলা ইউপি সদস্যকে ’দুশ্চরিত্রা’ ছাড়াও আরো মানহানিকর অপবাদ দেন।
সংবাদ সম্মেলনের এ তথ্য গণমাধ্যমে প্রকাশ পেলে নারী ইউপি সদস্যা সাহানারা বেগম ইউপি চেয়ারম্যান আ. সালাম সিকদারের বিরুদ্ধে গত ৮ এপ্রিল বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগ বিবেচনায় নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এরপর বিচার বিভাগীয় তদন্তে মানহানির বিষয়ে সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে সমন জারি করেন।