মোঃ সজীব মিয়া (ঘাটাইল প্রতিনিধি), কালের খবর : টাঙ্গাইলের ঘাটাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘাটাইল উপজেলার কালিদাস পাড়া গ্রামে আকাশমনি বাগানের ভেতর সোমবার (২২ এপ্রিল) দিবাগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার কোতোয়ালী থানার দক্ষিণ আলেকান্দা গ্রামের মৃত আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. রানা হাওলাদার (৪৫) এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খরাবর গ্রামের মৃত আজহার আলীর ছেলে মোঃ আকবর আলী(৩৫)।
র্যাব-১২ সিপিসি-৩ এর টাঙ্গাইল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে ঘাটাইলের কালিদাস পাড়া গ্রামের মৃত মহি মাস্টারের বাড়ি সংলগ্ন আকাশমনি বাগানের ভেতর অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি, একটি রামদা ও একটি চাপাতি জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা উল্লেখিত স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি