কালের খবর নিউজ:
শুক্রবার রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামপুরে একটি ইস্পাত কারখানার বাট্টিতে (ভাঙারির জিনিস গলানোর কড়াই) বিস্ফোরণে নজরুল, গাফফার, আহমেদ আলী, জামাল, সোহেল, রমজান ও শামীম নামে সাতজন দগ্ধ হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বাচ্চু মিয়া জানান, শুক্রবার রাতে রাজধানীর শ্যামপুরে একটি ইস্পাত কারখানার বাট্টিতে বিস্ফোরণে তারা আহত হয়েছেন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।নজরুলের শরীরের ১৫ শতাংশ এবং গাফফার ও আহমেদ আলীর শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি