তাড়াইল থেকে ওয়াসিম সোহাগ, কালের খবর :
তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের হাছলা গ্রামে বুধবার বেলা ০২ ঘটিকায় ব্রাক কতৃক এক কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়।
জানা গেছে ব্রাকের টার্গেটিং রিয়েলাইনিং এগ্রিকালচার টু ইমপ্রুভ
নিউট্রেশন (ট্রেইন প্রজেক্ট) এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র
জনগোষ্টির মাঝে কৃষি বিষয়ক সচেতনতার জন্য এই কর্মশালার আয়োজন করা
হয়।হাছলা গ্রামের এই উঠোন বৈঠকে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ রুহুল
আমি দির্ঘক্ষন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন। এরপর উপজেলা ট্রেইন
প্রজেক্টের পি,ও মোঃ হাবিবুর রহমান পুষ্টি বিষয়ক আলোচনা করেন। ইউনিয়ন
পি,কে, রনি আক্তারের সঞ্চালনায় গ্রামের ট্রেইন প্রজেক্টের আওতাধীন
দরিদ্র নারী পুরুষ উপস্হিত ছিলেন। আলোচনা শেষে উপস্হিত সদস্যদেরকে
বিভিন্ন প্রকার বীজ প্রধান করা হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি