কালের খবর নিউজ:
টি-টেন ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে গিয়েছিলেন সাকিব। আর টুর্নামেন্ট শেষ করেই ওমরাহ পালন করতে চলে গেলেন সাকিব আল হাসান। বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রিও রয়েছে।সাকিবের আগেই সপরিবারে সৌদি আরবে ওমরাহ পালন করতে গেছেন বাংলাদেশের বাঁ-হাতী ওপেনার শাহরিয়ার নাফীস। মদিনায় সাকিবের সঙ্গে তাঁর দেখাও হয়েছে।সাকিব-নাফীসের সঙ্গে দেখা গিয়েছে নায়ক ও প্রযোজক অনন্ত জলিলকেও। একটি ছবিতে তিনজনকে এক ফ্রেমে দেখা গেছে। সাকিবের দেওয়া এজেন্টের মাধ্যমে জানা হয় আগামী ২৪শে ডিসেম্বর দেশে ফিরবেন তিনি।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি