প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০১৯, ১:৪২ এ.এম
সড়ক দুর্ঘটনায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা চালক হাছান নিহত। কালের খবর
নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
সড়ক দুর্ঘটনায় সিদ্ধিরগঞ্জে হাছান (৩০) নামে অটোরিকশা চালক নিহত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় এ ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায়।
পুলিশ ঘাতক গাাড়িটিকে আটক ও চালককে গ্রেপ্তার করেছে।
সিদ্ধিরগঞ্জের থানার উপ-পরিদর্শক শাহিদুল জানায়, বিকাল সাড়ে ৫টায় অটোরিকশা চালক হাছান অন্য একটি রিকশার যাত্রী হয়ে পিডিকে পাম্পের টার্নিং দিয়ে সানারপাড় স্ট্যান্ডে আসছিল। ঢাকা থেকে মনোহরদীগামী একটি মিনিবাস (ঢাকা মেট্টো-ব-১২-৩৭৩) রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় হাছান।
এ সময় উপস্থিত লোকজন গাড়িটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে আটক ও চালক তানিমকে গ্রেপ্তার করে। নিহত হাছানের বাবার নাম গিয়াসউদ্দিন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন বুড়িংচর এলাকায়। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় জনৈক হোসেনের বাড়ির ভাড়াটিয়া।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি