কুমিল্লা প্রতিনিধি, কালের খবর :
কুমিল্লায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন রোববার ভোটারদের কেন্দ্রে যেতে মসজিদের মাইকে আহবান জানানো হয়েছে।
সকাল ১০টার দিকে হোমনা উপজেলার রাধানগর এলাকার একটি মসজিদ থেকে এ আহবান জানানো হয়।
কুমিল্লার হোমনাসহ জেলার ৭টি উপজেলা পরিষদ নির্বাচনে রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচন ঘিরে ভোটারদের তেমন আগ্রহ লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই প্রায় প্রতিটি কেন্দ্র ছিলো ফাঁকা।
এ অবস্থায় সকাল ১০টার দিকে হোমনা উপজেলার রাধানগর এলাকার মসজিদের মাইক থেকে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে মাইকিং করতে শোনা যায়।
এসময় মাইকে বলা হয়, ‘মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আপনারা সবাই ভোট দিতে যান।’
মসজিদের মাইকের এ আহবানেও ভোটারদের মাঝে তেমন কোনো সাড়া পড়েনি। বেলা ১১টার দিকে কেন্দ্রটির সামনে গিয়ে ভোটারশূন্য অবস্থাই দেখা গেছে।
স্থানীয় সাংবাদিক ফারুক আহমেদ জানান, উপজেলা নির্বাচনে ভোট দিতে মসজিদে মাইকিং করা হয়। এসময় এলাকাবাসীকে ভোট দিতে কেন্দ্রে যেতে বলা হয়।
নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম ছিলো বলে স্বীকার করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
তবে ভোটারদের কেন্দ্রে যেতে মাইকিংয়ের বিষয়টি তার জানা নেই বলে জানান তিনি।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি