কালের খবর রিপোর্ট : রাজশাহীর গোদাগাড়ীতে ৩১০ গ্রাম হেরোইনসহ লিটন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার সকাল আনুমানিক সাতটার সময় ঐ ব্যক্তিকে আটক করা হয়। রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।গোদাগাড়ী উপজেলার গোপালপুর নামক স্থান হতে তাকে আটক করা হয়। আটক কৃত আসামি উপজেলার মহিশালবাড়ী গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপলপুরে তল্লাশী চালিয়ে আকটকৃত লিটনের কাছ হতে ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই সময় মহিশালবাড়ী গ্রামের আল আমিন নামের এক যুবক পালিয়ে যায়।তাকে পলাতক আসামী করে দুইজনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি