কালের খবর নিউজ:
উত্তরের অধিকাংশ জেলা ভারী কুয়াশায় ঢাকা পড়ছে। গত চারদিন ধরে দুপুরের আগে সূর্যের দেখা মেলেনি।সন্ধ্যার পর থেকেই মাঝারী কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। রাত বাড়ার সাথে সাথে মাঝারী কুয়াশা ভারী হয়ে বৃষ্টির মত ঝরছে। এদিকে তিনধরে ঘন কুয়াশার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে।সোমবার দুপুর পর্যন্ত ভারী কুয়াশায় ঢাকা ছিল মাঠ-ঘাট-কান্দর। দুপুরে বেলাতেও সড়ক-মহাসড়কের চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বেলা দুইটার পর সূর্য উঁকি দিলেও তাপ তেমন একটা অনুভূত হয়নি। শীতকাল শুরুর দিন থেকেই পঞ্চগড়ে ভারী কুয়াশা শুরু হয়েছে। আকাশে মেঘ জমার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আরও কয়েকদিন পঞ্চগড়ে এমন আবহাওয়া বিরাজ করতে পারে বলে তারা জানিয়েছেন। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হলেও সোমবার তা কিছুটা বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রী সেলসিয়াস।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি