কালের খবর রিপোর্ট : চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ আট সপ্তাহ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. নূরুজ্জামান এ স্থগিতাদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় এখন আর চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনে বাধা থাকলো না।
গত ২৯শে জানুয়ারি একটি রিভিশন আবেদনের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি আশিষ রঞ্জন দাস সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে ৩০শে জানুয়ারির নির্বাচন আটকে যায়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি