কালের খবর নিউজ:
আজ মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।আজ হাজিরা দিতে রাজধানীর বকশী বাজার আলীয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে যাবেন খালেদা জিয়া। এজন্য সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে তাঁর আদালতের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।গত ৩০ জানুয়ারি আদালতে হাজির হয়েছিলেন বেগম খালেদা জিয়া। ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। আর খালেদা জিয়ার পক্ষে মামলার পুনঃতদন্তের আবেদনের ওপর বিস্তারিত শুনানির সময়ও ওইদিন ধার্য করেন। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায়ও খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে দেয়া অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য বৃহস্পতিবার তারিখ ধার্য রয়েছে।এদিকে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার ৯টি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা একটি মামলায় বুধবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ উল্লেখ করে তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি