কালের খবর ডেস্ক :
একইসঙ্গে ৭ সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সম্প্রতি ইরাকের দিয়ালা প্রদেশে এ ঘটনা ঘটেছে।
প্রাকৃতিক উপায়েই ৭ সন্তানের জন্ম দিয়েছেন ২৫ বছর বয়সী এই মা। তাকে কোনো সিজারিয়ান পদ্ধতি বেছে নিতে হয়নি।
নবজাতকেরা ও মা সুস্থ রয়েছে। মায়ের নাম ও পরিচয় জানানো হয়নি। ৭ নবজাতকের মধ্যে ৬ মেয়ে ও এক ছেলে।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, চারটি শিশু একসঙ্গে বিছানার ওপর শুয়ে আছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি