কালের খবর প্রতিবেদক ঃ
সদরঘাট লঞ্চ টার্মিনালের একটি লঞ্চের কেবিন থেকে মেহেদী হাসান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
গতকাল বুধবার রাতে মরদেহ উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মৃত মেহেদী লঞ্চ টার্মিনালের টিপু-৭ লঞ্চের ৩১৮ নং কেবিনে শুয়ে ছিল। লঞ্চের স্টাফরা তাকে খাবার দিতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। পরে তার কাছে থাকা মোবাইল ফোন দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় মেহেদী দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন।
হঠাৎ অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি