কালের খবর ডেস্ক :
ভারতে ধর্ষণের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে এবার সাংবাদিক হত্যায় দোষী সাব্যস্ত করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) বিশেষ আদালত।
গতকাল শুক্রবার সাংবাদিক রাম চন্দ্র চট্টোপাধ্যায়কে হত্যায় রাম রহিমসহ তিনজনকে দেশটির পঞ্চকুলার সিবিআই আদালত দোষী সাব্যস্ত করেন।
আগামী ১৭ জানুয়ারি এ মামলার রায় দেওয়া হবে। এছাড়া শুক্রবার রোহতকের সুনারিয়া কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের সামনে উপস্থিত করা হয় রাম রহিমকে।
বর্তমানে তিনি তার দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড পেয়ে কারাগারে আছেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি