আখাউড়া (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাত্র ১২০ দিনে পবিত্র কুরআন মুখস্ত করে আলোড়ন সৃষ্টি করেছে কলেজপাড়া মদিনা তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদরাসার মেধাবী ছাত্র মো. লিমন।
লিমন উপজেলার হীরাপুর গ্রামের কৃষক মো. জহিরুল হকের ছেলে। ছেলের আনন্দে বাবা-মায়ের মনে খুশি, চোখে বইছে আনন্দের অশ্রু। অল্প সময়ে পবিত্র কুরআন মুখস্ত করায় মাদরাসা থেকে তাকে পাগড়ী দেয়া হয়েছে।
এর আগে ২০১৬ সালে পিইসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়েছে লিমন। তার এ সাফল্যে গর্বিত মাদরাসার শিক্ষকরা।
কলেজপাড়া মদিনা তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা কামরুল ইসলাম বলেন, আমার শিক্ষকতার ক্যারিয়ারে লিমনকে সবচেয়ে মেধাবী ছাত্র হিসেবে পেয়েছি। আমরা দোয়া করি তার স্বপ্ন যেন পূরণ হয়।
পড়াশোনা শেষ করে মুহাদ্দিস হওয়ার স্বপ্ন দেখছে মেধাবী লিমন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি