সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, কালের খবর :
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল বাজলেন নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে তারা ব্যাঙমারা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজা মন্ডপ, কামিনী মেম্বারপাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির, বলিটিলা শংকর মঠ ও গীতা আশ্রম ও মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পুজা মন্ডপ পরিদর্শন করেন তারা।
এসময় তার সাথে ছিলের মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, যুগ্ম-সম্পাদক দেবাশীষ দত্ত, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, অর্থ সম্পাদক স্বপন কান্তি পাল, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিন ও যুগ্মআহবায়ক আব্দুর রহমান সুমন ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে শান্তিপুর্ণভাবে ও নিশ্চিন্তে দুর্গোৎসব উদযাপনের আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জননেতা ওয়াদুদ ভুইয়ার নির্দেশে বিএনপির নেতাকর্মীরা শেষ পর্যন্ত আপনাদের পাশে থাকবে। সব ভয়করা জয় করে উৎসব উদযাপন করতে হবে।