শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
সাঈদ ইবনে হানিফ, কালের খবর : যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ৮ নং বাসুয়াড়ী ইউনিয়নের মাহমুদ পুর বাজার মসজিদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই কর্মী সভার আয়োজন করা হয় । , উক্ত অনুষ্ঠানে , ইউনিয়ন সভাপতি মোঃ আল আমিন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল হোসেনের পরিচালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা সভাপতি আবদুল মালেক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বায়তুলমাল সম্পাদক, রবিউল ইসলাম ও বাঘার পাড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম সহ সংগঠনের দায়িত্ব শীল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন ।